ঠান্ডায় জমে মৃতের সংখ্যা বাড়ছে আমেরিকায়

1 min read

গত রবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কেটেছে বিষাদের মধ্যে দিয়ে। কারণ ‘বম্ব সাইক্লোন’ বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। ইতিমধ্যেই জানা গিয়েছিল, বেশিরভাগ জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে তো বটেই, মাইনাস ৪৫-৫০ ডিগ্রিতে নেমে গিয়েছে। ঠান্ডায় জমে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৬২। এই সংখ্যা যে আরও বাড়তে পারে তাতে কোনও সন্দেহ নেই।

কিছু কিছু জায়গায় বরফ সরিয়ে উদ্ধারকাজ চালানোর চেষ্টা হচ্ছে। সেই সব জায়গা থেকেই একের পর এক লাশ বেরিয়ে আসছে বলে খবর। কোথাও গাড়ির ভিতর, কোথাও গাড়ি সরাতে গিয়ে আবার কোথাও বাড়ির মধ্যে থেকেও পাওয়া গিয়েছে মৃতদেহ। অনুমান করা হচ্ছে, এমন বহু জায়গায় বরফে পুরু আস্তরণের নীচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা, তাঁদের সকলেই মৃত এবং উদ্ধারকাজ শেষ হলে মিলবে তাদের মরদেহ।

প্রশাসনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, খুব প্রয়োজন না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বের হন। সেই নির্দেশিকা এখনও জারি। এই মুহূর্তে সরাসরি ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীনতায় ভুগছে। অন্যদিকে তুষারঝড় এবং খারাপ আবহাওয়ার জন্য সড়কপথ অবরুদ্ধ হয়ে পড়েছে, তেমনই বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল। তথ্য বলছে, এর আগে ১৯৭৭ সালে ভয়াবহ এক তুষারঝড়ের সাক্ষী থেকেছিল আমেরিকা। কিন্তু ২০২২ যেন সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

You May Also Like