ডব্লিউএসসি-তে ১১ তম স্থানে ভারত

1 min read

ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায়(ডব্লিউএসসি) ২টি রূপো, ৩টি ব্রোঞ্জ এবং শ্রেষ্ঠত্বের জন্য ১৩টি তথা ১৯টি মেডেল জিতে ডব্লিউএসসি সালের ডব্লিউএসসি-তে ১১ তম স্থান অর্জন করেছে ভারত। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের স্থান ছিল ১৩। উল্লেখ্য, এই ডব্লিউএসসি প্রতিযোগিতা প্রতি দুই বছরে একবার অনুষ্ঠিত হয়। এই বছর প্রতিযোগিতাটি ইউরোপ, উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়া জুড়ে ৩ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত  অনুষ্ঠিত হয়।  ভারতীয় দল ১২টি দেশের ২০ টি শহরে অংশগ্রহণ করে।

এই বছর, ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায় ভারতীয় দল ৫৬ জন  প্রতিযোগী, ৫০ জন বিশেষজ্ঞ, ১১ জন দোভাষী এবং সাত জন টিম  ম্যানেজার সহ ৫০ টি দক্ষতায় অংশগ্রহণ করে। ভারতীয় টিমের নেতৃত্ব করেন  ইন্ডিয়া ওয়ার্ল্ডস্কিলসের ভাইস প্রেসিডেন্ট কর্নেল অরুণ চান্দেল।

বলাবাহুল্য, ৫০ টি দক্ষতায় ছয়টি দক্ষতার মধ্যে দুটি প্রতিযোগীর একটি দল ছিল। ৫৬জন প্রতিযোগীর মধ্যে ১১ জন ছিলেন মহিলা এবং ১২ জন প্রার্থী ছিলেন আইটিআই থেকে।

You May Also Like