ইন্দোনেশিয়ার কাছ থেকে জি২০ প্রেসিডেন্সি ব্যাটন পেল ভারত 

1 min read

বালিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর কাছ থেকে জি২০ প্রেসিডেন্সি ব্যাটন পেল ভারত।প্রধানমন্ত্রী মোদি এই জি২০ ব্যাটন গ্রহণ করেন।

আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের ১লা ডিসেম্বর মধ্যরাতে জি২০এর সভাপতিত্ব গ্রহণ করবে ভারত। প্রধানমন্ত্রী মোদি বলেন,  যে ভারত তার জি২০ প্রেসিডেন্সিতে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের উপর  বেশি ফোকাস করবে। কারণ নারীদের অংশগ্রহণ ছাড়া বৈশ্বিক উন্নয়ন  সম্ভব নয়।

তাই জি২০-র বৈশ্বিক পরিবর্তনের করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।বালি শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী মোদি ডিজিটাল ট্রান্সফরমেশনের তৃতীয় এবং চূড়ান্ত কার্যনির্বাহী অধিবেশনে ভাষণ দেন। যেখানে তিনি উল্লেখ করেন যে, ডিজিটাল রূপান্তরের সুবিধাগুলি মানুষের একটি ছোট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তা জাতির স্বার্থে ব্যবহার হওয়া উচিত।

You May Also Like