তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ

1 min read

উচ্চশিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাস চালু করল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসের চালু করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর।

শনিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের সাহাপুর হাইস্কুলে এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মূলত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে।

জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন বিসিডব্লিউডি’র উদ্যোগে এই স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। সাহাপুর হাইস্কুলের পরিবেশ দেখেও খুব ভালো লেগেছে। এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ পাবেন।

You May Also Like