বেলুড় মঠের সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো ৮২ বছর পুরনো

1 min read

মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলুড় মঠ সারদাপীঠে চিরাচরিত প্রথা ও রীতি মেনেই শুরু হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী মায়ের পুজো। আজ সারাদিন সপ্তমী,অষ্টমী ও নবমীর পূজা-প্রক্রিয়ার মাধ্যমে তিন প্রহর ধরে বেলুড় মঠ সারদাপীঠে চলবে দেবীর আরাধনা। এই পূজো উপভোগ বিভিন্ন জায়গা থেকে এসেছেন ভক্তেরা।

নবমীর পর থেকে প্রায় একমাসের মাথায় শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো। এই পূজোও চলে চারদিন ধরে। তবে বাংলার সর্বত্র এই পুজো হয় একদিনেই। শুধু হুগলি-চন্দননগর এলাকায় চারদিন ধরে জাঁকজমকের সঙ্গে চলে পুজো।

কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী পর্যন্ত হয় জগদ্ধাত্রী পুজো। বেলুড়ের সারদাপীঠে এই পূজোর সূচনা হয়েছিলো ১৯৪১ সালে। তবে নবমী তিথিতে বেলুড়ে সারাদিন ধরে চলে এই পুজো।

You May Also Like