মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলার, চিন্তায় শিক্ষকমহল

1 min read

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে।গতবছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা।বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়।জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি জেলার মোট ১৯০ টি বিদ্যালয়ে রেজাল্ট ডিসটিবিউশন চলছে।জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয়ের স্পেশাল ক্যাম্প থেকে সকাল দশটা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট দেওয়া হচ্ছে। গতবছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবেও ভালো হয়নি। তবে অনেকে আশা করেছিলেন এ বছর ভালো ফল হবে,কিন্তু সেরকম ফল হলো না বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার  সুগত মুখার্জি।

You May Also Like