আবারও কড়া মন্তব্য বিচারপতির

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে, ২০২২ সালের টেটে দুর্নীতি হয়েছে কিনা। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, যাদের ওএমআর সিট ওই বাড়িতে পাওয়া গিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। সবাইকে কালাপানি পাঠানো হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই তদন্ত করছে ইডি, সিবিআই। আর তার জেরেই নিয়োগ কাণ্ডে একাধিক গ্রেফতারি হয়েছে রাজ্যে যাদের মধ্যে আছে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কুন্তল ঘোষের বাড়িতে ওএমআর সিট পাওয়া নিয়ে মন্তব্য করলেন। তাঁর কথা, কম করেও ১৮৯টি ওএমআর সিট পাওয়া গেছে কুন্তলের বাড়িতে, তার মধ্যে কিছু অরিজিনাল, আবার কিছু জেরক্স কপি। দরকারে ওই সব পরীক্ষার্থীদের কালাপানি পাঠানো হবে, কাউকে রেহাত করা হবে না।

ইডি জানিয়েছে, গত ডিসেম্বরে টেটের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ওএমআর সিটের কপি মিলেছে কুন্তলের বাড়িতে। কম করে ১৮৯ জনের ওএমআর সিট তো হবেই। এখন প্রশ্ন, কী ভাবে ওই ওএমআর সিট ওখানে গেল, কাদের ওএমআর সিট ওগুলি। কোন কোন পরীক্ষার্থীরা এতে জড়িত তা জানতে সিবিআইকে তিন দিন সময় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

You May Also Like