চাপ বাড়ছে কালীঘাটের কাকুর

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নমুনার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা করেছে ইডি।

ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে হুবুহু মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। এরই মাঝে সুজয়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণের আইনজীবী।

ওই মামলার শুনানিতে রাজ্যকে এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। আগামী ১০ মে কালীঘাটের কাকুর জামিন মামলার পরবর্তী শুনানি।

You May Also Like