৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

0 min read

সোমবার সকাল থেকে ফের বন্ধ কালিম্পং–সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গত বছরের প্রাকৃতিক বিপর্যয়ে পুরোপুরি নষ্ট হয়েছিল জাতীয় সড়ক। পুনরায় মাটি, বালি, পাথর ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তাতেই এবার পিচের প্রলেপ দেওয়া হবে।

রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৯ই মে সকাল ছ’টায় ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রক্ষ্মনিয়ান টি।এই পাহাড়িপথ বন্ধ হওয়ার জেরে কালিম্পং এবং সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। ঘুরপথে চিত্রে, কালিম্পং, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে কিছু যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সেবক, তিস্তাবাজার, চিত্রে সর্বত্রই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেবকের দিক থেকে যে সমস্ত যানবাহন কালিম্পংয়ের দিকে যাচ্ছে সেগুলিকে করোনেশান সেতু হয়ে, ডুয়ার্সের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পর্যটনের ভরা মরশুমে এভাবে ফের কালিম্পং এবং সিকিমের রাস্তা বন্ধ হওয়ায় পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

You May Also Like