এখনও অব্দি লাচেনে আটকে রয়েছেন পর্যটক

1 min read

শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে উত্তর সিকিমের লাচুং, লাচেন, ছাতেম ও পেগং থেকে মোট।সিকিম প্রশাসন এবং বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে যে, লাচুং থেকে সমস্ত পর্যটকদের ফেরানো সম্ভব হয়েছে।তবে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান দফতরের থেকে  জানানো হয়েছে যে আগামী ১৭ অক্টোবর থেকে পর্যটক এবং সাধারণের জন্য ফের ওই অনুমতি মিলবে।

এ দিনও ভোর থেকেই উদ্ধারকাজ শুরু হয়। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাচুং, লাচেন থেকে হেলিকপ্টারে ২৩৮ জনকে উদ্ধার করে পাকিয়ং বিমানবন্দরে আনা হয়েছে। এ ছাড়া, ৭৭ জন জওয়ানকে উদ্ধার করেও আনা হয়েছে তাদের সঙ্গে।

এছাড়াও গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া সমস্ত পর্যটকদের সিকিম পরিবহনের বাসে করে এ দিন শিলিগুড়িতে পাঠানো হয়েছে অনেককে। অনেকে গ্যাংটক থেকে গাড়ি ভাড়া করেও ফিরে আসছেন। অন্যদিকে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন যে, বায়ুসেনার দল লাচুং থেকে সমস্ত পর্যটকদের উদ্ধার করেছেন।এবং লাচেন ও বাকি জায়গায় যারা আটকে রয়েছেন আশা করছি তাঁদেরকেও খূব তাড়াতাড়ি উদ্ধার করতে পারবে বায়ুসেনা এবং অন্যেরা।      

You May Also Like