শনিবার ইডেনে কেকেআর ম্যাচ, প্রস্তুতি চলছে কেমন?

1 min read

একাধিক ওপেনার কলকাতা নাইট রাইডার্স দলে। তবুও গত বার সমস্যায় পড়তে হয়েছিল। রহমানুল্লা গুরবাজ়, বেঙ্কটেশ আয়ারদের সঙ্গে এ বার জুড়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। যিনি ঝোড়ো ইনিংস খেলে প্রস্তুতি ম্যাচে নজর কেড়ে নিয়েছিলেন। প্রথম একাদশে কি জায়গা হবে সল্টের? এখনও জানেন না তিনি। সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স শনিবার কলকাতায় মুখোমুখি হবেন। এক ইংরেজ ক্রিকেটার জেসন আইপিএল শুরুর আগেই জানিয়ে দেন যে, তিনি খেলবেন না। সল্টকে তাঁর জায়গায় দলে নেওয়া হয়। তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “কেকেআরে যোগ দিয়ে দারুণ লাগছে। খুব ভাল একটা দল। আমাদের পরিষ্কার ভাবে মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বুঝিয়ে দিয়েছে কী ভাবে খেলতে হবে। মেন্টর হিসাবে সকলকে নিজেদের ভূমিকা পরিষ্কার করে বুঝিয়ে দেয় গম্ভীর। ও খুবই দায়িত্ববান। কাজ নিয়েই থাকতে পছন্দ করে। দলের সকলের সঙ্গে খুব মজাও করে।”

কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের সঙ্গে সল্টের এখনও দেখা হয়নি। তবে ইংরেজ ওপেনার তাঁর বেশ কিছু সিনেমা দেখে ফেলেছেন। সল্ট বলেন, “আমি শাহরুখের কথা আগেই শুনেছি। বিরাট বড় তারকা ও। আমি শাহরুখের বেশ কিছু সিনেমাও দেখেছি।” সিনেমা দেখা ছাড়াও সল্ট গলফ খেলতে পছন্দ করেন। ক্রিকেট থেকে ছুটি পেলে তিনি গলফ খেলতে চলে যান। এ বারের আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেবে বলে সল্ট মনে করেন। তিনি বলেন, “আইপিএল হচ্ছে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই লিগে খেলা অবশ্যই ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে। আমাদের পাকিস্তানের বিরুদ্ধে কিছু ম্যাচও রয়েছে। সেখানেও প্রস্তুতি নেওয়া যাবে।”

You May Also Like