গ্রেপ্তার ‘আপ’ প্রধান

0 min read

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই বড়সড় ঝটকা খেল আম আদমি পার্টি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার স্বয়ং ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেইডি। বিগত বহুদিন ধরেই আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জবানবন্দি চাইছিল ইডি। যারমধ্যে কেবল আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি।

আর এই প্রতিটি সমনকেই অগ্র্যাহ্য করে চলছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে দশমবার আর সমন নয়, সোজা ইডি বাহিনীই পৌঁছে যায় ‘আপ’ প্রধানের বাড়িতে। ঘন্টা দুয়েক চিরুনী তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় কেজরিওয়ালের মোবাইল ফোন। এরপরই গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তার বাড়ির চারপাশ ঘিরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

You May Also Like