কলকাতার বুকে তৈরি হতে চলেছে নতুন স্কাইওয়াক

1 min read

প্রতি নিয়ত নিত্য নতুন জিনিস সেজে উঠছে রাজ্য, আর এগুলি সেজে ওঠার পাশাপাশি নজর দেওয়া হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থের দিকে। এবার যাতায়াতের সুবিধার্থের কথা মাথায় রেখে শহর কলকাতায় তৈরি হচ্ছে একটি নতুন স্কাইওয়াক। ইতিমধ্যেই এই স্কাইওয়াক সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, EM বাইপাসে রুবি ক্রসিংয়ে তৈরি হতে চলেছে এই স্কাইওয়াকটি। বৃত্তাকার এই স্কাইওয়াকটি অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে। যদিও, এটির উচ্চতা অনেকটাই কম হবে। পাশাপাশি, এটি একটি ফুট ওভারব্রিজ হিসেবেই তৈরি করা হবে।

প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তার মাধ্যমে পথচারীদের চলাচলে সুবিধা হবে। এমতাবস্থায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের নিচেই থাকবে এই স্কাইওয়াকটি। স্কাইওয়াকে মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকার পাশাপাশি, পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে সিঁড়ি ছাড়াও, তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে।

You May Also Like