প্রয়াত টলিউডের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত

1 min read

প্রয়াত টলিউডের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত। একেন চরিত্রের স্রষ্টা তিনি। বুধবার সকালে লেখকের কলকাতার ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয়। বয়স হয়েছিল ৮০ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। জানা গিয়েছে, আমেরিকায় থাকতেন লেখক সুজন দাশগুপ্ত। সম্প্রতি ‘দ্য একেন’ ছবির জন্য কলকাতায় আসেন। ইএম বাইপাসের ধারের বহুতল আবাসন ‘উদিতা’ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন বলে খবর। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পরিচারিকা এসে ফ্ল্যাটের দরজার কড়া নাড়ে। লেখক দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন সেই মহিলা। এর পরেই ঘটনাস্থলে সুজনের শ্যালক পৌঁছে পুলিশে খবর দেন। সকাল ১০টা নাগাদ দরজা ভেঙে লেখকের নিথর দেহ উদ্ধার করা হয় ফ্ল্যাট থেকে। শোওয়ার ঘরের বাথরুমের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় লেখককে।

১৯৬৭ সাল থেকে আমেরিকায় থাকেন লেখক। মূলত নিউ জার্সির বাসিন্দা তিনি। সেখানে বসেই নিজের ভাবনায় সৃষ্টি করেছেন একেন চরিত্রের। সাম্প্রতিক কালে ওটিটি এবং ছবির সুবাদে প্রচুর ভালোবাসা কুড়িয়েছেন দর্শকের। কলকাতায় এলেও সুজনের স্ত্রী মঙ্গলবার শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলে। মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয়েছিল সুজন দাশগুপ্তর। তাঁর মেয়ে রয়েছেন আমেরিকায়। পুলিশ সূত্রে খবর, লেখকের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দীর্ঘ দিন ধরে সুগার ও প্রেসারের সমস্যায় ভুগছিলেন লেখক। তাঁর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ছুটে আসছেন পরিবার। 

You May Also Like