এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের,

1 min read

এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে। দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল। মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত।

এছাড়াও ভারতের ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন।  এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। রুপো পেয়েছে চিন এবং ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিংহ, পারমিন্দর সিংহ, জাকার খান এবং সুখমিত সিংহ। ভারতের এই নিয়ে মোট আটটি পদক হল। একটি সোনা এবং তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

এখনও পর্যন্ত পদক তালিকায় ভারত রয়েছে ছ’নম্বরে,শীর্ষে চিন এবং এর পর রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান ও হংকং।

You May Also Like