বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন! কি বলছে বঙ্গ বিজেপি?

1 min read

বিজেপিতে আছেন অর্জুন সিং। যখন বিজেপি সাংসদ অর্জুন সিং – এর তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে জল্পনা কল্পনা তুঙ্গে। সেই সময় এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘এখনও বিজেপিতে আছেন অর্জুন সিং। যতক্ষণ তিনি আমাদের দলে আছেন তিনি আমাদের সহকর্মী।’

এদিকে অর্জুন সিং এর তৃণমূলে যোগদান প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ ভৌমিক বলেন,“মমতা ছাড়া কেউ শক্তিশালী নয়। সেটা হয়তো বুঝেছেন অর্জুন।অর্জুনকে মমতা – অভিষেক স্বাগত জানালে। আমিও অর্জুন সিংহকে মেনে নিতে বাধ্য। মমতা শেষ কথা মানুষ প্রমাণ করেছে। বিধানসভায় প্রমাণ করেছে মানুষ।”

অন্যদিকে, CPIM নেতা সুজন চক্রবর্তী অর্জুন সিংহ – এর তৃণমূলে যোগদান প্রসঙ্গকে কটাক্ষ করেছেন। এদিন সুজন চক্রবর্তী বলেন,‘তৃণমূল ও বিজেপি ঘর দু’টো ,দরজা এক।’

তবে সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে তৃণমূলে যোগদান করবেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

You May Also Like