‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

1 min read

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, “সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।” পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের “বিতর্কিত’ মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন সেসব জানাতেই এদিন রাতে দিনহাটার পাঁচমাথার মোড়ে সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি শূন্য ছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনেও যাতে বিরোধীরা শূন্য থাকে তার ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই শহরের কর্মীরাও গ্রামে গিয়ে গ্রামের কর্মীদের সহযোগিতা করবে বলেও জানান তিনি। সে ব্যাপারে কর্মীদের প্রস্তুত থাকার কথা জানান মন্ত্রী।

You May Also Like