বড় ধাক্কার মুখে Amazon Pay

1 min read

যত সময় এগোচ্ছে ততোই অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ। সব কিছুই ধীরে ধীরে ডিজিটাল হয়ে উঠছে। এখন সমস্ত রকম পেমেন্ট করা যায় ডিজিটালের মাধ্যমে। আর এর ফলেই দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলি। বর্তমানে অন্যতম জনপ্রিয় পেমেন্ট অ্যাপের মধ্যে আছে Amazon Pay। কিন্তু তারাই বড় অঙ্কের জরিমানার সামনে পড়ল।

জানা গিয়েছে, Amazon Pay-কে ৩ কোটি ৬ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে আরবিআই। সংস্থার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ করা হয়েছে। আরবিআই বলছে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু এই সংস্থা প্রিপেড পেমেন্টের ক্ষেত্রে আরবিআইয়ের দেওয়া নিয়ম অমান্য করেছে, একই সঙ্গে কেওয়াইসি-র নিয়মও মানেনি। ঠিক এই কারণেই Amazon Pay এত বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে।

জেনে রাখা দরকার, এর আগে অনলাইনে ওষুধ বিক্রি করা নিয়ে সমস্যার মুখে পড়েছিল অ্যামাজন ইন্ডিয়া। অনুমতিপত্র বা লাইসেন্স ছাড়াই অনলাইনে দেদার বিকোচ্ছে ওষুধ, এই অভিযোগ ছিল। অ্যামাজন ছাড়াও ফ্লিপকার্টসহ মোট ২০ টি সংস্থাকে নোটিস ধরিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দাবি করা হয়েছিল, দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়াই ওষুধের কারবার করা হচ্ছিল।

You May Also Like