বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

0 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হয়ে তার শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই রাজ্যে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এই ঘূর্নাবর্তের। এর থেকেই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যার দক্ষিণ উপকূলে।

হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে উড়িষ্যার কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি, নুয়াপদা, বলঙ্গির, সোনেপুর, বারদড়, সমবলপুর, ঝারসুগুডা, সুন্দরগড়, দেওঘর, অঙ্গুল, কেওনঝড়, বালেশ্বর, সুন্দরগড়, বারগড়, ঝারসুগুডা, দেওঘর, কেওনঝড়, ময়ূরভঞ্জ এবং ভদ্রকে।

You May Also Like