রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর

0 min read

রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং মহারাজা ও রাজপরিবারের সদস্যরা অংশ নিতেন সেই পূজাতে। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করে কোচবিহার দেবত্রট্রাস্ট বোর্ড।রাজা বা রাজার রাজত্ব না থাকলেও সেই পুরনো নিয়ম মেনেই মহালক্ষ্মী পুজো আজও হয় ধুমধাম করেই। লক্ষ্মী পূজার দিন  রাজ পরিবারের এই মহালক্ষ্মীর পাশাপাশি দেবরাজ ইন্দ্রের পুজো হয় মদনমোহন মন্দিরে। লক্ষ্মী পুজোর দিন পুজো দেখতে আজও ঢল নামে ভক্তদের। আর দশটি লক্ষ্মী পূজার সঙ্গে এই রাজ আমলের মহালক্ষ্মী পূজার অনেকটাই পার্থক্য রয়েছে। রাজ পরিবারের এই মহালক্ষ্মী পুজোয় রয়েছে বলি প্রথা। লক্ষ্মী পূজার দিন এই মহালক্ষ্মী পুজোতে জোড়া পায়রা  নয়তো পাঠা বলি  দেওয়ার রীতি রয়েছে এই রাজ আমলের পূজায়। সাধারণ লক্ষ্মী প্রতিমার সঙ্গে   মহালক্ষ্মীর প্রতিমার অনেক পার্থক্য রয়েছে। এখানে মহালক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার পরিবর্তে থাকে হাতি । কোচবিহারের রাজ পুরহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, রাজ আমলের সমস্ত নিয়ম মেনেই এই মহালক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। একসময় রাজবাড়ীতেই এই মহালক্ষ্মীর পূজা হতো। সেই সময় মহারাজা নিজেই এই পুজোয় অংশগ্রহণ করতো। বর্তমানে মদনমোহন মন্দিরে সেই রাজ আমলের রীতি মেনেই পুজো হয়। বহু ভক্ত লক্ষ্মী পুজোর দিন মহালক্ষীর পূজা করতে মদনমোহন মন্দিরে আসেন।

You May Also Like