এমএএইচই-র সমাবর্তন ১৮ নভেম্বর

1 min read

৩০তম সমাবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে এমএএইচই। যা ১৮, ১৯ এবং ২০ নভেম্বর তিন  দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এই  সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৫,০০০ শিক্ষার্থীকে বিশেষ সুবিধা প্রদান করবে এমএএইচই। এই  সমাবর্তন অনুষ্ঠানে  প্রধান অতিথি থাকবেন  সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ আরও অনেকে। 

জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর সাথে সামঞ্জস্য রেখে সম্প্রতি একটি  আলোচনার আয়োজন করে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন (এমএএইচই)। উল্লেখ্য, এই এমএএইচই হল ভারতের বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। যার লক্ষ হল উচ্চ শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিকীকরণ। সমগ্র  আলোচনাটি পরিচালনা করেন এমএএইচই-র প্রো-চ্যান্সেলর ডাঃ এইচ.এস. বল্লাল। এছাড়াও উপস্থিত ছিলেন  এমএএইচই-র পিআর অ্যান্ড মিডিয়ার পরিচালক এসপি কর প্রমুখ। 

ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাডঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-২০২২ অনুসারে, এমএএইচই  ‘বিশ্ববিদ্যালয়’ বিভাগে  সপ্তম স্থান পেয়েছে। এছাড়াও এমএএইচই আন্তর্জাতিক র্যা ঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।এমএএইচই-র  প্রো-চ্যান্সেলর ডাঃ এইচ.এস. বল্লাল বলেন,  এমএএইচই-র  উদ্দেশ্য কারিগরি ও বাণিজ্যিক শিক্ষার মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করে তোলা।

You May Also Like