প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের শেষ যাত্রায় সামিল হলেন বহু মানুষ

0 min read

মঙ্গলবার প্রয়াত হয়েছেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলো। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক বিষ্ণুপদ রায়। সেখানে বিজেপির রাজ্য সদর দপ্তর এবং বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানোর পর সড়কপথে অ্যাম্বুলেন্সে গতকাল গভীর রাতে ধূপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসভবনে তাঁর মরদেহ এসে পৌঁছায়। দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। বুধবার বিধায়ককে শেষবারের মতো দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ভিড় জমান প্রচুর মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বিজেপি নেতা বুবাই কর, ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক এবং বিজেপি নেতা। দলমত নির্বিশেষে বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক মঞ্চ এবং সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের নেতারা।

You May Also Like