২০২০-র টি-২০ লিগে বিকেটি টায়ার্স ছয়টি টিমের স্পন্সর

1 min read

বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি টায়ার্স) আসন্ন ২০২০ সিজনের টি-২০ লিগে ছয়টি টিমের স্পন্সর হতে চলেছে। টিমগুলির নাম – মুম্বই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক চুক্তি অনুসারে আগে থেকেই বিকেটি খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে কেএফসি বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রতি সমর্থন জুগিয়ে। নিজস্ব কর্পোরেট ফিলসফি অনুসারে বিকেটি খেলার সঙ্গে জড়িত থাকা পছন্দ করে, তা সে ক্রিকেট, ফুটবল বা মনস্টার জ্যামের মতো চমকপ্রদ স্টান্টস হোক না কেন।  এই কোম্পানির পূর্বে পার্টনারশিপ ছিল পাটনা পাইরেটস, পুনেরি পল্টন, তামিল থ্যালাইভাস, ইউ মুম্বা, গুজরাট ফরচুন জায়ান্টস, ইউপি যোদ্ধা, দাবাং দিল্লি ও হরিয়াণা স্টিলার্স কাবাডি’র সঙ্গে – ২০১৯ সিজনে, প্রো-কাবাডি লিগের ১২টি টিমের ৮টি টিমএর সঙ্গে। ২০১৪ সাল থেকে বিকেটি হল থ্রিলিং আমেরিকান মোটর শো মনস্টার জ্যাম-এর অফিসিয়াল ও এক্সক্লুসিভ টায়ার ম্যানুফ্যাকচারার। এই কোম্পানি স্প্যানিশ ফুটবল ডিভিশনের টপ টায়ার লা-লিগা’র অফিসিয়াল গ্লোবাল পার্টনার। এসব ছাড়াও বিকেটি বিভিন্ন ইউরোপিয়ান ফুটবল কম্পিটিশনের টাইটেল স্পন্সর, যেমন সিরি বিকেটি, ইটালির বি ফুটবল লিগ, ফ্রান্সের লিগ ২। 

You May Also Like