শিলিগুড়িতে এমজিএম-এর প্রথম মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক

1 min read

শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার লোকেদের জন্য এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের পক্ষ থেকে বালাজি হেলথকেয়ারের সাথে যৌথ উদ্যোগে শিলিগুড়িতে চালু হল প্রথম মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক। এবার থেকে শহরবাসী একই ছাদের নিচে বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।

সম্প্রতি ডঃ রাম চিদম্বরম এবং বালাজি হেলথকেয়ারের সিইও ও এমডি ডাঃ শৈলেশ কুমার ঝা-এর উপস্থিতিতে ১০০০০ বর্গফুটের অত্যাধুনিক এই আউটরিচ ক্লিনিকটির উদ্বোধন  হয়। এখানে রেডিওলজি, প্যাথলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং নিউরো ডায়াগনস্টিকস পরিষেবা পাওয়া যাবে।

ডঃ রাম চিদাম্বরম বলেন, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে অত্যাধুনিক পরিষেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যত্নসহকারে কাঁধ, কনুই হ্যান্ড এবং স্পোর্টস ইনজুরি, কি-হোল সার্জারি, কনুই জয়েন্ট প্রতিস্থাপন এবং ট্রমা পুনর্গঠন সহ বিভিন্ন শারিরীক সম্যস্যার সমাধান করা হবে। এমজিএম-এর সিইও হরিশ মানিয়ান বলেন, শিলিগুড়িতে ক্লিনিক খুলতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে বিভিন্ন স্ট্র্যাটেজিক সেন্টারগুলোতে আরও আউটরিচ ক্লিনিক খোলার পরিকল্পনা আছে। ডাঃ শৈলেশ কুমার ঝা বলেন, বালাজি হেলথ কেয়ার হল শিলিগুড়ির দ্য আর্ট পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যা গত দুই বছর ধরে অত্যন্ত সুনামের সাথে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে চলেছে।

You May Also Like