নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

0 min read

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। মাঙ্কিপক্স নিয়ে চিন্তা ঢুকে গিয়েছিল দেশবাসীর মধ্যেও। তবে একটা স্বস্তি ছিল যে ভারতে এতদিনে এই রোগ ঢোকেনি।

কিন্তু সম্প্রতি জানা যায়, কেরলে প্রথম মাকিপক্স রোগী সনাক্ত করা গিয়েছে, যা আতঙ্ক আরও তীব্র মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এবার এই রোগ নিয়ে আরও আশঙ্কা বাড়ল এইমস। কারণ দাবি করা হয়েছে, কোভিডের থেকেও মাঙ্কিপক্স শিশুদের জন্য মারাত্মক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের এই রোগের সংক্রমণে।

এইমস জানাচ্ছে, মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে আপাতত ভয়ের কিছু নেই। কারণ তুলনামুলকভাবে করোনা ভাইরাসের থেকে এটি কম সংক্রামক। কিন্তু শিশুদের জন্য এই ভাইরাস অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারে। কোভিডের তুলনায় মাঙ্কিপক্স আরও মারাত্মক হতে পারে তাদের জন্য। যদিও এও বলা হচ্ছে, যে এই রকম ভয়ানক আকার ধারণ করার বিষয়টিও খুব একটা স্বাভাবিক নয়।

তাই চিকিৎসকদের পরামর্শ মেনে এবং সঠিক নিয়ম অনুযায়ী চললে, এই রোগের সংক্রমণ থেকে মুক্তি মিলতে পারে। তবে যেহেতু এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৬০ টি দেশে প্রায় ৬ হাজার মাঙ্কিপক্স সংক্রমণ দেখা গিয়েছে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব একটা চিন্তামুক্ত হতে পারছে না।

তবে দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে প্রচার করছে এই রোগ নিয়ে। কী ভাবে এই রোগ থেকে দূরে থাকতে হবে তা নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানান হয়েছে, কারোর শরীরে কোনও ক্ষত থাকলে তার থেকে অন্য মানুষকে দূরে থাকতে হবে। এছাড়াও যৌনাঙ্গে ক্ষত থাকলেও বিশেষভাবে সাবধান হতে হবে।

পাশাপাশি মৃত বা জীবন্ত যে কোনও বন্য প্রাণী থেকেও দূরে থাকতে বলা হয়েছে। যেমন কাঠবিড়ালি, ইঁদুর। যারা ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। তাদের পরা জামাকাপড়, তোয়ালে, গামছা যাতে কেউ ব্যবহার না করে তার দিকে খেয়াল রাখতেও বলা হয়েছে।

You May Also Like