সপ্তাহের শেষে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস

1 min read

বর্ষার মরশুমের শুরুর সাথে সাথেই রাজ্যে ভ্রুকুটি নিম্নচাপের। চলতি সপ্তাহের শুরুর দিকেই একটি নিম্নচাপের ফাঁড়া কাটিয়ে ওঠে সবেমাত্র রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আবার ঘনীভূত নিম্নচাপের কালো মেঘ।

তিন দিনের নিম্নচাপ কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণবঙ্গে ফের ভরা নিম্নচাপের পূর্বাভাস। জানা যাচ্ছে শনিবার অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তৈরি হতে পারে নতুন এই নিম্নচাপ। আর সেই নিম্নচাপ শক্তি বাড়ালেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টিপাত।

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ সারা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি এবং রবিবারে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে।

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মতে, রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মত একাধিক উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

এছাড়া মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। তবে একা দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও শনি এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের দেওয়ার তথ্য অনুযায়ী শনিবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের এর মতো উত্তরবঙ্গের একাধিক পার্বত্য জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে।

অন্যদিকে জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দুই থেকে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিলোত্তমার তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে।

বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।

You May Also Like