বাতিল করা হলো দেড় কোটিরও বেশি রেশন কার্ড

1 min read

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি পেয়ে থাকে।

বাংলার ১.৬৬ কোটি রেশন উপভোক্তার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণে আর তারা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর সূত্রে খবর, দেড় কোটিরও বেশি এই রেশন গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে।

সেই কারণেই কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তবে এখনই সেই কার্ডগুলি বাতিল করা হচ্ছে না। এই সকল রেশন কার্ড থেকে আগে রেশন সামগ্রী তোলা হয়েছে। কিন্তু পরবর্তীতে ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যা থাকার কারণে কার্ডগুলিকে ব্লক করে দেওয়া হয়। যদি সেগুলি পর্যাপ্ত নথি দিয়ে আনব্লক করা হয় তাহলে ফের রেশন তুলতে পারবেন উপভোক্তারা।

You May Also Like