ভারতে লঞ্চ হতে চলেছে উন্নত এআই ফিচার দ্বারা তৈরি মটোরোলা এজ ৫০ প্রো

1 min read

ভারতের ৫জি স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা, তার নতুন প্রিমিয়াম স্মার্টফোন মটোরোলা এজ ৫০ প্রো ভারতে লঞ্চ করতে চলেছে। এটি এজ-এর লেটেস্ট এডিশন। এই স্মার্টফোনটিতে রয়েছে বিশ্বের ১স্ট্যান্ডের এআই চালিত প্রো-গ্রেড ক্যামেরা এবং প্যানটোন ১ দ্বারা যাচাই করা হিউম্যান স্কিন টোনের উন্নত রেঞ্জ, ট্রু কালার ডিসপ্লে, এবং এটির পিছনে ইতালিতে মুনলাইট পার্ল ফিনিশে বিশ্বের প্রথম হাতে তৈরি ডিজাইন রয়েছে। এছাড়া উন্নত স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরযুক্ত জেনারেটিভ এআই ফিচার, ১২৫ডাবলু টার্বো পাওয়ার  চার্জিং, ৫০ডাবলু ওয়্যারলেস চার্জিং, আইপি৬৮২, ২৫৬জিবি স্টোরেজ সহ ১২জিবি RAM-এর সুবিধা রয়েছে।   

নতুন এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন নিখুঁত ফটো ক্যাপচার করে। ইঞ্জিনটি সর্বোত্তম সূক্ষ্মভাবে স্বচ্ছতা, হাইলাইট, রঙ-কে এআই ব্যবহার করে ফটোকে সুন্দর করে তোলে। ব্যবহারকারীরা এআই এডাপ্টিভ স্টেবিলাইজেশন, ইন্টেলিজেন্ট অটো ফোকাস ট্র্যাকিং, অ্যাকশন শট, ৬.৭” ১.৫কে সুপার এইচডি (১২২০পি)ডিসপ্লে, ওল্ড জেনারেশন-এর তুলনায় ১৩% ভাল রেজোলিউশন-এর সুবিধা পাবেন। লেটেস্ট এডিশনটির স্টার্টিং মূল্যে ২৭,৯৯৯ টাকায় পাবেন গ্রাহকেরা, যা ২০২৪-এর ৯ এপ্রিল থেকে ফ্লিপকার্ট, Motorola.in এবং ভারতের পাইকারি স্টোরে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মটোরোলা-এর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর টি.এম. নরসিমহান জানিয়েছেন, “আমরামটোরোলা এজ ৫০ প্রো লঞ্চ করতে পেরে আনন্দিত। ভারতে এর বিশ্বব্যাপী প্রথম লঞ্চকে চিহ্নিত করে৷  এই ইনোভেশনগুলি নতুন শিল্পের মানদণ্ড তৈরি করতে প্রস্তুত। বিশেষ মূল্যে উন্নত ফিচারগুলি অফার করার মাধ্যমে প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্যের সাথে মিলিত, আমরা স্মার্টফোনের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে আগ্রহী।”

You May Also Like