কুড়োল দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

1 min read

দক্ষিণ দিনাজপুরে ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন। বুধবার সাত সকালে বংশিহারির ঢেলপীর আদিবাসী এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীরাম হেমরম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বংশিহারি থানার বিশাল পুলিস বাহিনী। এলাকায়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ । তাঁর শারীরিক অবস্থা দেখে বছর 48-এর লক্ষ্মীরাম মন্তব্য করেছিলেন, ‘সে আর বেশিদিন বাঁচবে না’ ৷

অভিযোগ, প্রতিবেশী বাঁচবে না বলার অপরাধে তাঁকে প্রথমে পিটিয়ে ও পরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন প্রতিবেশী ।জানা গিয়েছে, গতকাল রাতে লক্ষ্মীরাম নেশা করে বাড়ি ফেরেন ৷ খানিক পরেই চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন । তাঁর ঠিক পাশের বাড়িতেই দীর্ঘ কয়েকমাস যাবৎ এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর উদ্দেশ্যে লক্ষ্মীরাম বলেন, ‘রোগী আর বাঁচবে না’ ৷ তারপরই এদিন সকালে মিলন বাস্কে, অজয় মার্ডি-সহ 5-6 জন যুবক তাঁর উপর চড়াও হয় ৷ লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় ।
শুধুমাত্র ‘বাঁচবে না’ বলার অপরাধেই প্রাণ হারাতে হল তাঁকে ৷ গ্রামের শিক্ষিতরা বলছেন, এই ঘটনার পেছনে রয়েছে ডাইন প্রথার কুসংস্কার ৷ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে বংশীহারি থানার পুলিশ ।

 

You May Also Like