তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

1 min read

করোনার জেরে আগেই বন্ধ হয়েছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। এ বার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ধামের শ্রাবণী মেলাও বন্ধ হয়ে গেল। এই মেলা উপলক্ষে সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এ বার আর বাঁকে জল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। শোনা যাবে না ‘ভোলে বাবা পার করে গা’ ধ্বনি।শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ। ফলে হতাশ ভক্তরা। যদিও মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

You May Also Like