পিতৃহারা হলেন সংগীত পরিচালক

0 min read

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ।করোনার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। কেড়ে নিচ্ছে প্রিয়জনকে। বুকফাটা কান্নায় ভারী হচ্ছে বাতাস। লন্ডভন্ড হয়ে গিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। চারিদিকে যেন মৃত্যুপুরী। এই কঠিন পরিস্থিতিতে পিতৃহারা হলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বাবাকে হারানোর শোকে কাতর সঙ্গীত পরিচালক। নিজেই ফেসবুকে অনুরাগীদের জানিয়েছেন এই খবর। শান্তনু মৈত্রর বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তাঁর সংগীতচর্চা পরবর্তীকালে শান্তনুকে গানের প্রতি আগ্রহী করে তোলে। বাঙালি পরিবারে জন্ম শান্তনুর, সংগীত পরিচালকের বাবাও ছিলেন সংগীত সাধক, তিনি দারুণ সেতার বাজাতেন। বাবার হাতেই সংগীত শিক্ষার হাতেখড়ি শান্তনুর।

You May Also Like