পূর্ব অনুমানকে সত্যি করে একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের

1 min read

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই একাধিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

তিনি যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন সেই জল্পনাও তৈরি হয়েছিল। আর এখন হচ্ছেও তাই। প্রাথমিকভাবে একাধিকজনকে ছাঁটাই করেছেন মাস্ক। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন সিইও পরাগ আগারওয়াল। এবার প্রায় সাত হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতেও কর্মী ছাঁটাই হয়েছে। এই নিয়ে টুইট করে ব্যাখ্যা দিয়েছেন খোদ ইলন। একাধিক সূত্রের খবর, টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

শুধু আমেরিকা নয়, বিভিন্ন দেশে টুইটারের যে অফিস রয়েছে, প্রত্য়েক অফিস থেকেই ছাঁটাই করা হয়েছে কর্মীদের। সংস্থার প্রায় সকল কর্মীকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। যাদের মেল করা হয়েছে তাঁদের চাকরি আছে। কিন্তু যারা কাজ বন্ধ করার নির্দেশ পাওয়ার পর আর কোনও মেল পাননি তাঁদের চাকরি গিয়েছে। মাস্ক জানাচ্ছেন, ”কোনও উপায় নেই কারণ সংস্থা প্রতিদিন ৪০ লক্ষ ডলারের বেশি লোকসান করছে। যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ৩ মাসের বেতন দেওয়া হবে, যা আইনত নিয়মের ৫০ শতাংশ বেশি।”

You May Also Like