নবান্ন অভিযানের তথ্য তল্লাস,রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল

1 min read

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের ঝুন্ধুমার হাওড়া,কলকাতায়। বিজেপির অভিযোগ,তাদের সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বঙ্গে বিজেপির পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।কথা বলেন আহত বিজেপি সমর্থকদের সঙ্গে। তার পরেই তীব্র আক্রমণ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।অভিযোগ,বাংলায় ‘জঙ্গলরাজ চলছে’। এদিন বিজেপি নেতা ব্রিজ লাল বলেন,বাংলায় জঙ্গলরাজ চলছে।২৪’র লোকসভা ভোটে আমরা সবক শিখিয়ে দেব। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে জঙ্গল রাজ চলছে। কলকাতা নিরাপদতম শহর। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট বলছে।

এদিন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রথমে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কথা বলেন আহত বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উল্টোডাঙ্গা। কলকাতা পুরসভার কাউন্সিলর মিনা দেবী পুরোহিতের বাড়ি। নবান্ন অভিযানের দিন আহত হন মিনা দেবী। তাঁর সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা। উল্টোডাঙা থেকে হেয়ার স্ট্রিট থানা। সেখানে বিজেপির প্রতিনিধি দল কথা বলে তদন্তকারী অফিসারের সঙ্গে। সেখান থেকে বিজেপির হেস্টিংস অফিস। এখানে ছিলেন নবান্ন অভিযানের দিন আহত কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ শোনে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই রিপোর্ট তারা তুলে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

উল্লেখ্য,মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে তাণ্ডব চালাতেও দেখা গিয়েছে।পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পাশাপাশি মারধর করা হয় পুলিশকেও। কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।

You May Also Like