১৩ ফেব্রুয়ারি থেকে শুরু জাতীয় শিক্ষানবিশ মেলা

1 min read

প্রধানমন্ত্রীর স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে যুব সম্প্রদায়ের ক্যারিয়ারের গড়ে দিতে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (এমএসডিই) উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের ২০০টিরও বেশি জেলায় শুরু হবে প্রধানমন্ত্রী  জাতীয় শিক্ষানবিশ মেলা (পিএমএনএএম)।

শিক্ষানবিশ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের ক্যারিয়ার তৈরিতে সুযোগ প্রদানের জন্য এই শিক্ষানবিশ মেলায় বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয় এই মেলায় অংশগ্রহণকারী যুবকরা  অংশগ্রহণকারী সংস্থায় আবেদনও করতে পারবেন। সংস্থাগুলি একটি একক প্ল্যাটফর্মে সম্ভাব্য শিক্ষানবিশদের সাথে সাক্ষাতের মাধ্যমে সেখান থেকেই তাঁদের সংস্থার জন্য যোগ্য প্রর্থীদের বেছে নিতে পারবেন। 

ক্লাস ৫ থেকে ১২ পাস আউট, যাঁদের দক্ষতা প্রশিক্ষণ শংসাপত্র রয়েছে, যাঁদের আইটিআই শংসাপত্র আছে বা যারা ডিপ্লোমা হোল্ডার বা স্নাতক  তাঁরা সমস্ত নথি সহ এই শিক্ষানবিশ মেলা পোর্টালে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সেশনের পরে প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিভিইটি)-স্বীকৃত শংসাপত্রও পাবেন। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সচিব অতুল কুমার তিওয়ারি বলেন, এই পিএমএনএএম থেকে আমরা যুবক ও প্রতিষ্ঠানগুলির কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

You May Also Like