খুলল নাগ্রাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান, স্বস্তি পেলেন শ্রমিকরা

0 min read

দুদিন বন্ধ থাকার পর খুলে গেলো নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান। এই ঘোষণা হতেই স্বস্তি ফিরে আসে প্রায় দেড় হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের। নয়াসাইলি চাবাগানের জন্য বোনাস ঘোষিত হয় ১৫.৫০%। এই খবর পেয়ে পুজোর মুখে আশার আলো দেখা গেল শ্রমিকদের মুখে।

গত শুক্রবার বোনাস নিয়ে আলোচনার মাঝে আচমকাই নিরপত্তার অভাব বোধ করছেন এই কথা জানিয়ে ওয়ার্ক সাসপেনশন ঘোষণা করেছিল ডুয়ার্সের নিদিম গ্রুপের নয়াসাইলি চাবাগান। পুজোর মুখে চাবাগান বন্ধ ঘোষণা হওয়ায় অথৈজলে পড়েন শ্রমিকরা। প্রশাসনের পক্ষ থেকে বাগান খোলার বিষয়ে তৎপরতা শুরু হয়। শনিবার মালে সহকারী শ্রম আধিকারিক প্রনব কুমার দাস দুই চাবাগান কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় নয়াসাইলি চাবাগান নিয়ে জেলা শ্রম দপ্তরে রবিবার ত্রিপাক্ষিক বৈঠক হবে। সেই মতো রবিবার জেলা শ্রম আধিকারিকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয়। টানা বৈঠকে চলার পর চাবাগান কর্তৃপক্ষ বাগান খুলতে সন্মত হয় এবং ১৫.৫০ % হারে বোনাস দিতে রাজী হয়। সিদ্ধান্ত হয় ১৭ অক্টোবর ঘোষিত বোনাস দিয়ে দেওয়া হবে।
মালের শ্রম আধিকারিক প্রনব কুমার দাস জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বোনাস দেওয়া হবে ১৫.৫০ শতাংশ হারে।

You May Also Like