নয়া ঘোষণা, এবার শিয়ালদা মেট্রো পাওয়া যাবে খুব সহজেই

Estimated read time 1 min read

নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে রেলের পক্ষ থেকে বড় উপহার। এবার থেকে খুব সহজেই শিয়ালদা মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন শিয়ালদার উত্তর ও দক্ষিণ শাখার রেল যাত্রীরা। রেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নতুন টানেলের। জানা যাচ্ছে ভূগর্ভ এই পথ খুব শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

শিয়ালদা উত্তর শাখা থেকে কোলে মার্কেট ও শিয়ালদা আদালত যাওয়ার জন্য ছিল একটি ভূগর্ভ পথ। যেটি ১০ মিটার চওড়া এবং ১৪৪ মিটার লম্বা। কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন এর পশ্চিম অংশের কাজের জন্য ভাঙতে হয় দু দশক পুরনো এই ভূগর্ভ পথ। প্রাথমিক অবস্থায় সেই ভূগর্ভ পথ ভাঙা নিয়েও নানান জটিলতা তৈরী হয়েছিল।

এরপর উত্তর শাখার রেল যাত্রীরা যাতে সহজে শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে নতুন করে টানেল তৈরির কাজ শুরু করা হয়। দু দশকের পুরনো সেই টানেলের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের সাথে যুক্ত করা হয় নয়া টানেলকে। আর এই নয়া টানেল যে যেট্রোযাত্রীদের জন্য সোনায় সোহাগা হবে তা বলাই বাহুল্য।

You May Also Like

More From Author