এবার আরও বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

0 min read

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। দুর্ঘটনার পর দিনই ঘটনাস্থলে ছুটেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল কথা মতো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন মমতা। আর এবার আরও বড় পদক্ষেপ মমতার। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত, আহত, ক্ষতিগ্রস্তদের পরিবারের ছেলেমেয়েরা যদি পড়তে চায় তাহলে সেই ব্যবস্থাও করবে রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ক্ষতিগ্রস্ত পড়ুয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের মধ্যে ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রীকে নিজেদের বাড়ির কাছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ভর্তি করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী পড়াশোনায় যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার, থাকবে স্কলারশিপের সুবিধাও। ইতিমধ্যেই জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে এই বিষয়ে আলোচনায়য় বসবে রাজ্য শিক্ষা দফতর।

You May Also Like