নতুন উদ্যোগ: হোয়াটসঅ্যাপে জিওমার্ট

1 min read

মেটা ও জিও প্লাটফর্মস গ্রাহকদের জন্য লঞ্চ করল এক নতুন শপিং এক্সপিরিয়েন্স। এখন থেকে গ্রাহকরা হোয়াটঅ্যাপ ব্যবহার করেই তাদের সবরকম কেনাকাটা সারতে পারবেন জিওমার্ট থেকে।

যারা আগে কখনও অনলাইন শপিং করেন নি, তারাও এবার জিওমার্টের সম্পূর্ণ গ্রসারি ক্যাটালগ দেখতে, কার্টে তাদের পছন্দের সামগ্রী যোগ করতে এবং পেমেন্ট করতে পারবেন – হোয়াটসঅ্যাপ থেকে। মেটা ও জিও প্লাটফর্মস-এর স্ট্রাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে এই উদ্যোগ শুরু করা হল।

‘জিওমার্ট অন হোয়াটসঅ্যাপ’ সাধারন মানুষের কেনাকাটার সাবেক অভিজ্ঞতা একেবারে পালটে দেবে। গ্রাহকরা এখন হোয়াটঅ্যাপের মাধ্যমে জিওমার্ট থেকে খুব সহজেই যাবতীয় কেনাকাটা করতে পারবেন – প্রথমে শুধু হোয়াটঅ্যাপ থেকে জিওমার্টের নম্বরে একবার ‘হাই’ পাঠাতে হবে।

You May Also Like