নতুন নির্দেশ বিচারপতির তরফে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হাই কোর্ট, সুপ্রিম কোর্ট উভয় আদালতের তরফেই দ্রুত প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি এই একই মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ইডিকে তৎপর হতে বললেন বিচারপতি সিনহা।

বিচারপতির নির্দেশ, জোকার ইএসআই হাসপাতালকে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়ে বিশেষজ্ঞদের টিম গড়তে হবে। সেই টিমের প্রধানকে এসে আদালতকে নমুনা সংগ্রহের পদ্ধতি জানাতে হবে। আগামীদিন মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

You May Also Like