নিয়োগ দুর্নীতিতে এবার নতুন নাম

0 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে এবার সামনে আরেক কাণ্ড। নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস মণ্ডলের পর এবার হাজির তাপস মিশ্র।

শিক্ষক কেলেঙ্কারির ‘মিসিং লিঙ্ক’ হিসাবে সামনে এসেছে এই ব্যক্তির নাম। সূত্রে খবর, কুন্তলের কাছ থেকে টাকা কিভাবে কোথায় পৌঁছতো, কাদের হাত ছিল, সেসব খতিয়ে দেখতে গিয়েই উঠে এসেছে তাপস মিশ্রের নাম। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি জেলার বাসিন্দা এই তাপস।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাপস মণ্ডলের। বর্তমানে নিয়োগ দুর্নীতির অন্যান্য অভিযুক্তদের মতোই জেল বন্দি তিনি। আর এরই মধ্যে খবর মিলেছে, প্রথমে এই ধৃত তাপস মণ্ডলেরই কর্মী ছিলেন তাপস মিশ্র। মহিষবাথানের অফিসে কাজ করতেন তিনি। তবে আপাতত বেপাত্তা মিশ্র।

You May Also Like