নতুন করে বাড়ছে আশঙ্কা, বাড়তে পারে সবজির দাম

0 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দীর্ঘ অপেক্ষার পর দেশে বর্ষার দেখা পাওয়া গেলেও সেভাবে হচ্ছে না বৃষ্টি। আবার অন্যদিকে চোখ রাঙাচ্ছে এল নিনো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাথায় হাত মোদি সরকারের।

বৃষ্টি কম হলেই দাম বাড়বে আলু, পেঁয়াজ সহ নানান কাঁচা সবজির। বর্ষার উপরে নির্ভর করে কাঁচা সবজির ফলন। চলতি বছর দেরিতে দেখা মিলেছে বর্ষার কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। আর সে কারণেই ফলন কম হচ্ছে কাঁচা সবজির। ফলন কম হলেই বাজারে বাড়বে দাম।

যদিও সময়ের চাইতে প্রায় এক সপ্তাহ দেরিতে সে রাজ্যে বর্ষার দেখা পাওয়া গেছে। তবে বর্ষার দেখা মিললেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। এর উপর আবার চোখ রাঙাচ্ছে এল নিনো। মোদি সরকারের অর্থ মন্ত্রকের কর্তাদের আশঙ্কা, জুন মাস পর্যন্ত কাঁচা সবজির দাম লাগামের মধ্যে থাকলেও জুলাই থেকেই আচমকা দাম বাড়তে পারে। পকেট পুড়তে চলেছে আমজনতার।

You May Also Like