নয়া পদক্ষেপ, কেন্দ্র সরকারের তরফে পাশ করা হলো নতুন বিল

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে লোকসভায় পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। নতুন সংসদ ভবনে প্রথম এই বিলটিই পেশ করা হল। বিলটি পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

এই বিলের নাম দেওয়া হয়েছে ‘নারী শক্তি বন্দন’। প্রধানমন্ত্রী বলেন, ‘হয়তো ভগবান আমাকে নারীদের অধিকার দেওয়া এবং ক্ষমতা দেওয়ার মতো পবিত্র কাজের জন্য বেছে নিয়েছেন। আবারও আমাদের সরকার এই দিকে পদক্ষেপ নিচ্ছে। নারী শক্তিকে নীতি প্রণয়নের সম্পৃক্ত করা খুবই জরুরি। এর উদ্দেশ্য হল লোকসভা এবং বিধানসভায় নারীদের অংশগ্রহণ সম্প্রসারণ করা।’

এই বিল অনুযায়ী, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এদিকে তপশিলি জাতি বা উপজাতিদের জন্য বরাদ্দ আসনের মধ্যেও এক-তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে নারীদের জন্য।

You May Also Like