দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার বিক্রি বৃদ্ধি ১৫৯%

1 min read

মহামারীর প্রকোপ সত্তেও ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার গাড়ী বিক্রি ১৫৯% বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ডিসেম্বর পর্যন্ত নিসান ইন্ডিয়া, নিসান এবং ড্যাটসান ব্র্যান্ডের জন্য ৩,০১০টি গাড়ি ডোমেস্টিক হোলসেলে বিক্রি করেছে। বলাবাহুল্য,২০২০ সালে নিসান ইন্ডিয়া ৬,৬০৯টি গাড়ির বিপরীতে ৩২৩ শতাংশ অর্থাৎ ২৭, ৯৬৫টি গাড়ির অভ্যন্তরীণ বিক্রয় অর্জন করেছে। যা ২৮,৫৮২টি গাড়ির রপ্তানি বিক্রয়।

এছাড়া ২০২০ বছরে ১৭,৭৮৫ টি গাড়ির বিপরীতে গাড়ির বিক্রি ৬১% বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ নতুন নিসান ম্যাগনাইটের সর্বনিম্ন রক্ষণাবেক্ষণ খরচ মাত্র ৩০ পয়সা/কিমি (৫০,০০০ কিলোমিটারের জন্য)।  এছাড়াও নিসান ম্যাগনাইট রক্ষণাবেক্ষণের জন্য দুই বছরের (৫০,০০০ কিলোমিটার) ওয়ারেন্টি দেয়। যা নামমাত্র মূল্যে পাঁচ বছর (১০০,০০ কিলোমিটার) পর্যন্ত বাড়ানো যেতে পারে।  উল্লেখ্য, নিসান ইন্ডিয়া গাড়ির বিক্রি বাড়াতে তার ডিজিটাল প্ল্যাটফর্ম Shop@home-এর অংশ হিসেবে নিসান ম্যাগনাইটের গ্রাহকদের জন্য একটি প্রথম-ইন-ইন্ডাস্ট্রি উদ্ভাবনী ভার্চুয়াল সেলস অ্যাডভাইজারও চালু করেছে।

নিসান মোটর ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, কোভিড-১৯ এর চ্যালেঞ্জ এবং সেমিকন্ডাক্টরের ঘাটতি থাকা সত্ত্বেও নিসানের গাড়ির বিক্রি ৩২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা  ৩৫,০০০ প্লাস বিগ, বোল্ড, বিউটিফুলনিসান ম্যাগনাইট ডেলিভারি করেছি। এছাড়া ৩৫,০০০-এরও বেশি গেম চেঞ্জার  এসইউভি-এর বুকিং মোমেন্টাম অব্যাহত রয়েছে। যার ৩১% এর বেশি ০৭০% ডিজিটাল ইকো-সিস্টেম থেকে বুকিং আসছে।

You May Also Like