মার্কেট লিডিং ফিচার ফোন লঞ্চ করল Nokia

1 min read

Nokia 105 ও Nokia 106 4G-এর সাথে মার্কেট লিডিং ফিচার ফোন লঞ্চ করল Nokia। এই ফোনগুলিতে UPI 123PAY ফাংশান রয়েছে। যার ফলে ব্যবহারকারীরা স্মার্টফোন ছাড়াই নিরাপদে এবং নির্বিঘ্নে ডিজিটাল লেনদেন করতে পারবেন।  

UPI 123PAY হল ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য NPCI সহ একটি তাত্ক্ষণিক অর্থপ্রদানের ব্যবস্থা। Nokia 105 ও Nokia 106 ফোন দুটি তাঁদের জন্য ভীষণ ভাবে উপকারী যারা নিরাপদে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস / UPI পেমেন্ট পরিষেবা ব্যবহার করতে চান।

এই UPI 123PAY-এর মাধ্যমে, ফিচার ফোন ব্যবহারকারীরা IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করা, ফিচার ফোনে অ্যাপের কার্যকারিতা, মিসড কল এবং প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক অর্থপ্রদানের মতো চারটি প্রযুক্তি  উপর ভিত্তি করে প্রচুর লেনদেন করতে পারবেন।

You May Also Like