উত্তরবঙ্গের এখনও তেমনভাবে গরম পরেনি, তাই বিদ্যালয়ে পঠন পাঠান চালু রাখার দাবিতে স্মারক লিপি প্রদান

1 min read

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের আবহাওয়া এক নয়, বিদ্যালয়ে পঠন পাঠন চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান।নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ জলপাইগুড়ি ডি পি এস সি-র সভাপতি ও সচিব কে স্মারকলিপি প্রদান করা হয়। বর্তমানে রাজ্যে দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে ২২শে এপ্রিল থেকে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনো গরমের তীব্রতা তেমন কিছু হয়নি, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ি জেলার পরিবেশকে এক করে দেখলে চলবে না। একদিকে সরকারি বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলো খোলা থাকছে।

এমতাবস্থায় শিক্ষা দপ্তর কে শিশুদের স্বাভাবিক পঠন-পাঠন বজায় রাখার স্বার্থে বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে গ্রীষ্ম অবকাশের পরিবর্তে প্রাথমিক পর্যায়ে সকল বিদ্যালয়ের পঠন-পাঠন ও মিড ডে মিল চালানোর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।জলপাইগুড়ি জেলা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা, করোনা পরিস্থিতি থেকেই ড্রপ আউট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অছিলায় বন্ধ রেখে শিক্ষাব্যবস্থাকে হাসির খোরাকে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ।

You May Also Like