ফের ফালাকাটা জয়গাঁ রুটে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

1 min read

দীর্ঘ দু’যুগ ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে ফের ফালাকাটা জয়গাঁ রুটে নতুন করে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এখন থেকে প্রতিদিন ওই বাসটি ফালাকাটা ও জয়গাঁর মধ্যে যাতায়াত করবে। কারন ভুটানের সীমান্ত শহর হওয়ার দরুন প্রতিদিন ফালাকাটা থেকে প্রচুর ব্যবসায়ী জয়গাঁয় যাতায়াত করেন। এতদিন ধরে ওই যাত্রীদের বেসরকারি পরিবহনের উপরেই নির্ভর করতে হতো। এছাড়াও পুজোর মধ্যেই বারো কোটি টাকা খরচ করে ত্রিশটি সিএনজি বাস কিনবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যার জন্যে কোচবিহার ও কলকাতার মধ্যে তৈরি করা হবে মোট সাতটি সিএনজি রিফিলিং স্টেশন। ওই সাতটির মধ্যে ফালাকাটা বাস স্টেশনেও তৈরি করা হবে সিএনজি রিফিলিং স্টেশন। এদিন ফালাকাটা জয়গাঁ রুটের বাস পরিষেবার উদ্বোধন করতে এসে নিগমের ওই পরিকল্পনা গুলির কথা জানান নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। চেয়ারম্যানের সঙ্গে এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার পুরপিতা প্রদীপ মুহুরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

You May Also Like