শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

1 min read

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।”

এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না। আমাদের সরকার আসার পর সেখানে উন্নতি হয়েছে। ঘূর্ণিঝড় যশের পরও সেখানে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমরা আবার সেখানে নতুন করে উন্নয়ন করেছি। হেলিপ্যাড, গেস্টহাউস, আলো- সাজিয়ে তোলা হয়েছে সাগরকে। এক হাজার বায়ো টয়লেট তৈরি করা হয়েছে।” প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের কাছে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

You May Also Like