দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

0 min read

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায়। মঙ্গলবার ফের অস্থায়ী উপাচার্য হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চলেছেন ওমপ্রকাশ মিশ্র।

সোমবার ওমপ্রকাশ জানান, কাজে যোগ দিয়েই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগকেই অগ্রাধিকার দেবেন তিনি। বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ার ৫৪ দিনের মাথায়, সোমবার আচার্য এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে ওমপ্রকাশ মিশ্রকে ফের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত ওমপ্রকাশের কাছে কোনও চিঠি পৌঁছয়নি বলেই তিনি জানান। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায়। সেই থেকে উপাচার্যহীন এই বিশ্ববিদ্যালয়। গত ২৮শে ফেব্রুয়ারি ফিনান্স অফিসার অবসর নেন, একই দিনে অস্থায়ী রেজিস্ট্রারের মেয়াদও ফুরোয়। উপাচার্য ছাড়া, ওই দুই পদে কাউকে নিয়োগ করা বা দায়িত্ব দেওয়া সম্ভব হচ্ছিল না।

ওমপ্রকাশ এ দিন বলেন, ‘‘আচার্য এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে আমাকে অস্থায়ী উপচার্য হিসাবে নিয়োগের বিষয়টি এ দিনই জানানো হয়েছে। সে মতো আজ, মঙ্গলবার দু’মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজে যোগ দেব। অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার পদ যাতে শূন্য না থাকে, সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।’’

You May Also Like