বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধমন্দির থেকে শোভাযাত্রার আয়োজন

0 min read

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন বাগডোগরা দারাগাওয়ের বুদ্ধমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে বুদ্ধ অনুরাগীরা। এদিন শোভাযাত্রাটি আপার বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন দারাগাও এর বুদ্ধ মন্দির থেকে বের হয়। ১৯৭৩ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সেই অর্থে এদিন ৫০ তম বর্ষ পালন করছে মন্দির কমিটি।শোভাযাত্রায় সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীদের অংশগ্রহণ করে।

চিরাচরিত প্রথায় বৌদ্ধদের বাদ্যযন্ত্র সহ মাথায় পবিত্র ত্রিপিটক বহন করতে দেখা যায়। পালকিতে সুসজ্জিতভাবে গৌতম বুদ্ধের বিগ্রহ নিয়ে পরিক্রমা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এদিনের শোভাযাত্রায় লামা দের উপস্থিতি লক্ষণীয়।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ধর্ম ও বর্ণের মানুষদের উদ্দেশ্যে বুদ্ধমন্দির কমিটির সভাপতি আকাশ লামা শুভেচ্ছা বার্তা দেন। তিনি জানান, আজকের দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের দিনেই তিনি বুদ্ধ্যত্য প্রাপ্তি করেছিলেন।

You May Also Like