আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আর্থিক ফলাফল প্রকাশিত

1 min read

আইডিএফসি ফার্স্ট ব্যাংক ৩১ মার্চ সমাপ্ত হওয়া ত্রৈমাসিক ও আর্থিক বছরের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ভি বৈদ্যনাথন জানান, অর্থবর্ষ২৩-এ তাদের ‘অ্যাসেট কোয়ালিটি’ উচ্চস্থানেই রয়েছে। রিটেল ক্ষেত্রে এইসময়ে গ্রস এনপিএ ১.৬৫% ও নেট এনপিএ ০.৫৫%।

এছাড়া ব্যাংকের কোয়ার্টারলি প্রফিট (কিউ৪ এফওয়াই২৩) ৮০৩ কোটি টাকা, যা এযাবৎকালের সর্বোচ্চ এবং ইয়ারলি প্রফিট (এফওয়াই২৩) ২৪৩৭ কোটি টাকা, যা এযাবৎকালের সর্বোচ্চ।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আর্থিক ফলাফলে যে বিষয়গুলি উল্লেখযোগ্য সেগুলি হল – (ক) এফওয়াই২৩-এ প্রফিট আফটার ট্যাক্স হয়েছে ২৪৩৭ কোটি টাকা, (খ) কিউ৪ এফওয়াই২৩-এ প্রফিট আফটার ট্যাক্স ৮০৩ কোটি টাকা, (গ) কাস্টমার ডিপোজিট ১৩৬৮১২ কোটি টাকা, (ঘ) লোন ও অ্যাডভান্স – ১৬০৫৯৯ কোটি টাকা, (ঙ) অ্যাসেট কোয়ালিটি বৃদ্ধি পেয়ে গ্রস এনপিএ হয়েছে ২.৫১% ও নেট এনপিএ ০.৮৬%, (চ) ক্যাপিটাল অ্যাডিকোয়েসি ১৬.৮২%।

You May Also Like